সুন্দর ত্বকের জন্য বেসন প্যাক


বাজারের বিভিন্ন নামী দামি কোম্পানীর সাবান ব্যবহার না করে যদি আপনি ত্বকে বেসন লাগান তা আপনার ত্বকের জেল্লা বাড়াবে৷ বেসন ত্বকের সব ময়লা অনায়াসেই দূর করে দেয়৷ কি করে বেসনের প্যাক ব্যানাবেন? চলুন তা জেনে নিই৷ 

একটা বাটির মধ্যে দুই চামচ বেসন, এক চামচ দই, এক চামচ গোলপ জল, এক চামচ হলুদ গুড়ো মিশিয়ে প্যাক তৈরি করুন৷ ঐ প্যাকটা রোজ মুখে লাগান৷ মুখে লাগানোর পরে কিছুক্ষন রাখুন৷ শুকিয়ে যাওয়ার পরে মুখটা হালকা উষ্ণ জলে ধুয়ে ফেলুন৷ 
এছাড়া অন্য আরেক ভাবেও আপনি এই প্যাক তৈরি করতে পারেন৷ এক চামচ বেসনের মধ্যে, এক চামচ চালের গুড়ো, দু চামচ দই, অল্প লেবুর রস, মধু মিশিয়ে প্যাক তৈরি করুন৷ ঐ প্যাকটা মুখে লাগিয়ে 15 মিনিট রাখার পরে মুখ ধুয়ে ফেলুন৷ এতে ত্বক উজ্জ্বল হবে৷ তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এই প্যাকটা ভীষণই ফলদায়ী৷

Comments