মসজিদে প্রবেশ করার সময় কোন দোয়া পড়তে হয়?
ডান পা দিয়ে ঢুকবে [কারণ, আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, “সুন্নাত হচ্ছে, যখন তুমি মসজিদে প্রবেশ করবে, তখন তোমার ডান পা দিয়ে ঢুকবে, আর যখন বের হবে, তখন বাম পা দিয়ে বের হবে”। হাদীসটি উদ্ধৃত করেছেন, হাকিম ১/২১৮; এবং একে মুসলিমের শর্ত অনুযায়ী সহীহ বলেছেন, আর ইমাম যাহাবী সেটার সমর্থন করেছেন। আরও উদ্ধৃত করেছেন বাইহাকী, ২/৪৪২; আর শাইখ আলবানী তার সিলসিলাতুল আহাদীসিস সহীহা গ্রন্থে এটাকে হাসান বলেছেন, ৫/৬২৪; নং ২৪৭৮। ] এবং বলবে,
আরবি দোআ
«أَعُوذُ بِاللَّهِ العَظِيمِ، وَبِوَجْهِهِ الْكَرِيمِ، وَسُلْطَانِهِ الْقَدِيمِ، مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ» [بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ] [وَالسَّلَامُ عَلَى رَسُولِ اللَّهِ] «اللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ».
বাংলা উচ্চারণ
আ‘ঊযু বিল্লা-হিল ‘আযীম, ওয়া বিওয়াজহিহিল কারীম, ওয়াসুলতা-নিহিল ক্বদীম, মিনাশ শাইত্বা-নির রাজীম। [বিসমিল্লা-হি ওয়াসসালাতু] [ওয়াসসালা-মু ‘আলা রাসূলিল্লা-হি], আল্লা-হুম্মাফ্তাহ লী আবওয়া-বা রাহ্মাতিক)।
বাংলা অর্থ
“আমি মহান আল্লাহ্র কাছে তাঁর সম্মানিত চেহারা ও প্রাচীন ক্ষমতার ওসীলায় বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি।” [আবূ দাউদ, নং ৪৬৬; আরও দেখুন, সহীহুল জামে‘ ৪৫৯১।] [আল্লাহ্র নামে (প্রবেশ করছি), সালাত] [ইবনুসসুন্নি কর্তৃক উদ্ধৃত, নং ৮। আর শাইখ আলবানী তার আস-সামারুল মুস্তাতাব গ্রন্থে একে হাসান বলেছেন, পৃ. ৬০৭।] [ও সালাম আল্লাহ্র রাসূলের উপর।] [আবূ দাউদ ১/১২৬; নং ৪৬৫; আরও দেখুন, সহীহুল জামে‘ ১/৫২৮।] “হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।” [মুসলিম ১/৪৯৪, নং ৭১৩; আর সুনান ইবন মাজায় ফাতিমা রাদিয়াল্লাহু আনহার হাদীসে এসেছে,
«اللهم اغفر لي ذنوبي وافتح لي أبواب رحمتك»
হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন এবং আমার জন্য আপনার রহমতের দ্বারসমূহ অবারিত করে দিন”। আর শাইখ আলবানী অন্যান্য শাহেদ বা সম অর্থের বর্ণনার কারণে একে সহীহ বলেছেন। দেখুন, সহীহ ইবন মাজাহ্ ১/১২৮-১২৯। ]
ঘরে প্রবেশ করার দোয়া কি?
আরবি দোআ
«بِسْمِ اللَّهِ وَلَجْنَا، وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا، وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا»
বাংলা উচ্চারণ
বিসমিল্লাহি ওয়ালাজনা, ওয়াবিস্মিল্লাহি খারাজনা, ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা)
বাংলা অর্থ
“আল্লাহ্র নামে আমরা প্রবেশ করলাম, আল্লাহ্র নামেই আমরা বের হলাম এবং আমাদের রব আল্লাহ্র উপরই আমরা ভরসা করলাম”।
অতঃপর ঘরের লোকজনকে সালাম দিবে। [আবূ দাউদ ৪/৩২৫, ৫০৯৬। আর আল্লামা ইবন বায রহ. তার তুহফাতুল আখইয়ার গ্রন্থে পৃ. ২৮ এটার সনদকে হাসান বলেছেন। তাছাড়া সহীহ হাদীসে এসেছে, “যখন তোমাদের কেউ ঘরে প্রবেশ করে, আর প্রবেশের সময় ও খাবারের সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান (নিজ ব্যক্তিদের) বলে, তোমাদের কোনো বাসস্থান নেই, তোমাদের রাতের কোনো খাবার নেই।” মুসলিম, নং ২০১৮।]
বাড়ি থেকে বের হওয়ার সময়ের কোন দোয়া পড়তে হয়?
এক. বাংলা উচ্চারণ
বিসমিল্লাহি, তাওয়াককালতু ‘আলাল্লা-হি, ওয়ালা হাওয়া ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
বাংলা অর্থ
“আল্লাহ্র নামে (বের হচ্ছি)। আল্লাহর উপর ভরসা করলাম। আর আল্লাহর সাহায্য ছাড়া (পাপ কাজ থেকে দূরে থাকার) কোনো উপায় এবং (সৎকাজ করার) কোনো শক্তি কারো নেই”। [আবূ দাউদ ৪/৩২৫, নং ৫০৯৫; তিরমিযী ৫/৪৯০, ৩৪২৬। আরও দেখুন, সহীহুত তিরমিযী, ৩/১৫১।]
দুই বাংলা উচ্চারণ
আল্লা-হুম্মা ইন্নী আ‘ঊযু বিকা আন আদ্বিল্লা, আও উদ্বাল্লা, আও আযিল্লা, আও উযাল্লা, আও আযলিমা, আও উযলামা, আও আজহালা, আও ইয়ুজহালা ‘আলাইয়্যা।
বাংলা অর্থ
“হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই যেন নিজেকে বা অন্যকে পথভ্রষ্ট না করি, অথবা অন্যের দ্বারা পথভ্রষ্ট না হই; আমার নিজের বা অন্যের পদস্খলন না করি, অথবা আমায় যেন পদস্খলন করানো না হয়; আমি যেন নিজের বা অন্যের উপর যুলম না করি অথবা আমার প্রতি যুলম না করা হয়; আমি যেন নিজে মুর্খতা না করি, অথবা আমার উপর মূর্খতা করা না হয়।” [সুনান গ্রন্থকারগণ: আবূ দাউদ, নং ৫০৯৪; তিরমিযী, নং ৩৪২৭; নাসাঈ, নং ৫৫০১; ইবন মাজাহ, নং ৩৮৮৪। আরও দেখুন, সহীহুত তিরমিযী ৩/১৫২; সহীহ ইবন মাজাহ্ ২/৩৩৬।]
ভালো-সতী ও নেককার স্ত্রী লাভের জন্য গুরুত্বপূর্ণ কিছু দোয়া
এক. আরবি দোআ
رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا
বাংলা অর্থ
হে আমার প্রভূ! আমার স্ত্রী ও সন্তানদের মধ্য থেকে চোখের শীতলতা ও খোদাভীরু লোকদের নেতা দান করুন।
দুই. আরবি দোআ
اللهم،انى اسئلك اجعلني من صالح ما تعطي الناس من والمال و الاهل والولد غير الضار ولا المضر
বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আপনার নিকট সম্পদ, স্ত্রী ও সন্তাদের মধ্য থেকে এমন ভালো ও উত্তম জিনিস কামনা করি যা আপনি মানুষকে দান করেন। যারা নিজেরা ভ্রান্ত হবে না এবং অন্যকে ভ্রান্ত করবে না।
তিন. আরবি দোআ
اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَاي وَأَهْلِي وَمَالِي
বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আপনার নিকট আমার দীন, দুনিয়া ও সম্পদের ব্যাপারে ক্ষমা ও নিরাপত্তা কামনা করছি।
চার. আরবি দোআ
اللهم بارك لنا في أسماعنا و أبصارنا و قلوبنا و أزواجنا و ذرياتنا و تب علينا إنك أنت التواب الرحيم
বাংলা অর্থ
হে আল্লাহ! আপনি আমাদেরকে বরকত দিন আমাদের শ্রবণশক্তি, দৃষ্টিশক্তিতে ও অন্তরে। আমাদের স্ত্রীগণ ও পরিবারে। আপনি আমাদের ক্ষমা করুন। নিশ্চয় আপনি ক্ষমাশীল ও দয়ালু। মুনাজাতে মকবুল।
পাচ. আরবি দোআ
اللهم إني أعوذ بك من إمرأة تشيبني قبل المشيب وأعوذ بك من ولد يكون علي وبالا وأعوذ بك من مال يكون علي عذابا
বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আপনার নিকট এমন স্ত্রী লোক থেকে আশ্রয় চাই যে আমাকে বৃদ্ধ হওয়ার পূর্বে বৃদ্ধ করে দিবে। এমন থেকে আশ্রয় চাই যে আমার জন্য বিপদ হবে। এমন সম্পদ থেকে আশ্রয় চাই যা আমার জন্য শাস্তির কারণ হবে।
ছয়. আরবি দোআ
اللهم إني أعوذ بك من فتنة النساء اللهم انى اعوذبك من كل عمل يخزينى و اعوذبك من كل صاحب يؤذينى و اعوذبك امل يهلينى
বাংলা অর্থ
হে আল্লাহ! আমি আপনার নিকট নারীদের ফেৎনা থেকে আশ্রয় চাই। হে আল্লাহ! আমি এমন কাজসমূহ থেকে আশ্রয় চাই যা আমাকে লজ্জিত করবে। এমন সাথী থেকে আশ্রয় চাই যে আমাকে কষ্ট দিবে। এমন কামনা বাসনা থেকে আশ্রয় চাই যা আমাকে অমনোযোগী করে দিবে।
এই দোয়াগুলো হাদিস দ্বারা প্রমাণিত। হজরত থানবী রহ. এর মুনাজাতে মকবুল থেকে গ্রহণ করা হয়েছে। শুরুতে এবং শেষে তিন বার করে দুরুদ শরীফ পড়ে নিবে।
Comments
Post a Comment